How to pray tahajjud in bangla
Tahajjud Prayer Bangla-রাসূল সাঃ এর তাহাজ্জুদ নামায
Tahajjud Prayer Bangla-রাসূল সাঃ এর তাহাজ্জুদ নামায
তাহাজ্জুদ নামাজের সময়, রাকাআত,নিয়ত
তাহাজ্জুদ নামায
তাহাজ্জুদ শব্দটি আরবি শব্দ। এর অর্থ নিদ্রিত হওয়া ও জাগ্রত হওয়া। এই শব্দটি দুটি পরস্পর বিরোধী অর্থে ব্যবহৃত হয়। তাহাজ্জুদ নামায সম্পর্কে বিখ্যাত তাবাঈ হযরত হাসান বসরী (রঃ) বলেন—
هو ما كان بعد العشاء ويحمل على ما كان بعد الثوم -
অর্থাৎ যে সমস্ত নামায ইশার নামাযের পর পড়া হয় তাকেই বলে তাহাজ্জুদ নামায। তবে নিয়ম অনুযায়ী কিছুক্ষণ নিদ্রিত থাকার পর নামায পড়াকে বুঝায়।
অন্য এক হাদীসে তাহাজ্জুদের পরিচয় এভাবে এসেছে—
وما كان بعد صلوة العشاء فهو من الليل -
অর্থাৎ ইশার নামাযের পর যে নামায পড়া হয় তাই তাহাজ্জুদের অন্তর্ভুক্ত।
কুরআন-হাদীসে তাহাজ্জুদ নামাযকে “নাশিআ’তাল লাইল” ও “কিয়ামুল লাইল” হিসেবে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হচ্ছে রাতের বেলায় নামাযের জন্য দাঁড়ানো।
তাহাজ্জুদ নামাযের শরয়ী বিধান
তাহাজুল নামায সুন্নাত, কিন্তু ফরজ নামাযের পর সর্বাধিক কল্যাণকর নামায। অন্যান্য নবীদের আমলেও এই নামযের আমল ছিল। ইসলামের প্রাথমিক কালে এই নামায ফরজ ছিল। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন—
يَا أَيُّهَا الْمُزَّمِّلُ
قُمِ
how to pray tahajjud in bangla
how to pray tahajjud for beginners
how many rakats do you read for tahajjud
how to properly pray tahajjud
how to pray tahajjud
how to pray tahajjud tutorial
how to tahajjud prayer
how to pray tahajjud prayer step by step
how to perform tahajjud prayer step by step